ঝিনাইদহে শিকারীদের হাত থেকে উদ্ধার করা পাখি অবমুক্ত
Share Now..
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে চোরা শিকারীদের হাত থেকে উদ্ধার হওয়া ৩০ টি বিলুপ্ত প্রায় পাখি অবমুক্ত করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার রামনগর গ্রামের মাঠে পাখিগুলো অবমুক্ত করেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বেনাপোল ইনচার্জ জাহাঙ্গীর আলম, ঢাকা ইউনিটের সদস্য জাহিদুল ইসলাম, পরিবেশবিদ জহির রায়হান ও তপু রায়হান। পরিবেশবিদ জহির রায়হান শনিবার গভীর রাতে কুমড়াবাড়িয়া ইউনিয়নের কাটিয়ারবিলে শিকারীরা পাখি শিকার করছে এমন খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় জালসহ কাদাখোচা, জলময়ুরসহ ৩ টি প্রজাতির ৫৮ টি পাখি উদ্ধার করেন। এর মধ্যে জালে জড়িয়ে ২৮ টি মারা যায়। বাকী ৩০ টি পাখি অবমুক্ত ও জব্দ করা জাল পুড়িয়ে দেওয়া হয়।
Gaming is the ultimate escape Who else agrees Lucky Cola