ঝিনাইদহে শিশুদের আর্ট ও ক্রাফট প্রদর্শনী
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
শিশুদের মেধা বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য ঝিনাইদহে শিশুদের আঁকা আর্ট ও ক্রাফট প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের চারুগৃহ শিশুসর্গ স্কুলের আয়োজনে স্কুল প্রাঙ্গণে এ প্রদর্শনী শুরু হয়। এতে ওই বিদ্যালয়ের প্লে থেকে ২য় শ্রেণীর শতাধিক শিক্ষার্থী তাদের আঁকা ছবি ও হাতের কাজ নিয়ে অংশ গ্রহন করে। দিনভর আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গন। আয়োজক চারুগৃহ শিশুসর্গ স্কুলের অধ্যক্ষ আরেফিন অনু বলেন, শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশে ও তাদের উৎসাহ প্রদানের জন্যই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘বাংলাদেশ শিল্প ও সংস্কৃতি চর্চার দেশ। সুযোগ পেলে এ দেশের শিশুরা অনেক বড় শিল্পী হয়ে দেশ-বিদেশে প্রশংসিত হবে এবং দেশের জন্য সম্মান বয়ে আনবে।’ আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আমাদের সাধ্য অনুযায়ী স্বল্প পরিসরে এই প্রদর্শনীর আয়োজন করেছি। পৃষ্টপোষকতা পেলে আরও বড় পরিসরে আয়োজন করা সম্ভব।
Dominate the game with strategic moves and lightning reflexes Lucky Cola