ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
Share Now..
\ ঝিনাইদহ অফিস \
ঝিনাইদহে মিনি ট্রাকের ধাক্কায় আমিরুল লষ্কর নামের এক আলম সাধু চালক নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সদর উপজেলার পোড়াহাটি তিন মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল হরিণাকুন্ডু উপজেলার শ্রীফলতলা গ্রামের সাবদার লষ্করের ছেলে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে জেলার হরিণাকুন্ডু উপজেলা থেকে আলমসাধু চালিয়ে পাটকাঠি আনতে মাগুরা যাচ্ছিল আমিরুল লস্কার। পথিমধ্যে সদরের পোড়াহাটি তিন মাইল নামক স্থানে পৌছালে সামনের দিক থেকে আসা একটি মিনি ট্রাক আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আমিরুল। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক মিনি ট্রাকটি আটক করে পুলিশ।
Test your strategy and claim your victory! Lucky Cola