ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে ৬০ লাখ টাকার চেক বিতরণ

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে মঞ্জুরিকৃত ৬০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঝিনাইদহ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিআরটিএ’র ট্রাস্টি বোর্ড কর্তৃক এসব চেক বিতরণ করা হয়। বিআরটিএ’র ঝিনাইদহ সার্কেল আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, বিআরটিএ ঝিনাইদহের সহকারী পরিচালক মইনুল ইসলাম, মোটরযান পরিদর্শক এস এম সবুজ ও তারিক হাসান। বিআরটিএ ঝিনাইদহের সহকারী পরিচালক মইনুল ইসলাম জানান, ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জন ও আহত তিন পরিবারের মধ্যে এই চেক বিতরণ করা হয়। এর মধ্যে নিহতদের প্রত্যেক পরিবার ৫ লাখ টাকা ও আহত দুইটি পরিবারকে এক লাখ এবং গুরুতর আহত ব্যক্তিদের ৩ লাখ টাকা করে প্রদান করা হয়। বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমানাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহত পরিবাররা আবেদন করলে ট্রাস্টি বোর্ডে যাছাই-বাছাই করে আর্থিক মঞ্জুর সহায়তা করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *