ঝিনাইদহে সম্প্রতির সমাবেশ অনুষ্ঠিত
Share Now..
\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহ সদর উপজেলায় ভিটশ^র গ্রামে সম্প্রতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে ভিটশ^র সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে বক্তরা বলেন,পরিবার ও সমাজের উন্নয়ন করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। আপনারা যে কোন রাজনৈতিক দলের সমর্থন করতে পারেন, তাতে কোন সমস্যা নাই। সর্বোপরি মনে রাখতে হবে নিজ গ্রাম উন্নয়নে সকলকে মনযোগী হতে হবে। তাহলে পরিবার, সামাজ ও রাজনৈতিক উন্নয়ন দ্রæত সম্ভব।
এ সময়ে উপস্থিত ছিলেন, মোঃ আবুল কাশেম শেখ, মোঃ হেলাল উদ্দিন খান, প্রভাষক মোঃ সাখাওয়াত হোসেন, এডভোকেট খুরশিদ আলম, ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, মোঃ কামাল হোসেনসহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
WPS Office: 一站式办公服务平台: 新升级,无广告,AI办公更高效. 立即下载. 登录使用. WPS 365: 面向组织和企业的WPS 365: 一站式AI办公,生产力即刻起飞. 了解更多. 咨询,记忆体占用低,体积轻运行快. 将文字、表格、演示、PDF等融合为一个组件。WPS下载 https://www.wpsue.com
Noodlemagazine I really like reading through a post that can make men and women think. Also, thank you for allowing me to comment!