ঝিনাইদহে সুবীর হত্যা মামলার দুই আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের চাকলাপাড়ার চাঞ্চল্যকর সুবীর দাস হত্যা মামলার দুই পলাতক আসামী নির্মল দাস ও লিমন জোয়ারদারকে আটক করেছে র্যাব-৬। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে তাদের আটক করে র্যাব। উল্লেখ্য ঝিনাইদহ শহরের চাকলা পাড়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সুবীর কুমার দাস খুন হন। গত সোমবার রাত একটার দিকে চাকলাপাড়ার মির্জা মহলের সামনে এই ঘটনা ঘটে। হামলায় নিহত’র পিতা সত্যপদ দাস, মা শিখা রানী দাস ও ভাই খোকন দাসও আহত হন। এ সময় হামলাকারীদের একজন বিমল দাসের ছেলে মিঠুন দাসও আহত হন। তিনি নিহত’র চাচাতো ভাই। এলাকাবাসী জানায় তিন শতক জমি নিয়ে দুই ভাই বিমল ও সত্যপদ দাসের মধ্যে মামলা চলছিল। সোমবার আদালতে এই মামলার দিন ছিল। সেখানেই দুই ভায়ের কথা কাটাকাটি হয়। রাতে সপরিবারে পূজা দেখে বাড়ি ফেরার সময় সুবীর কুমার দাস ও তার পরিবারের উপর হামলা করে ভাই ও ভাতিজারা।
From noob to pro, every win counts Lucky Cola