ঝিনাইদহে ১৬ দিনে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু \ সড়ক মহাসড়ক যেন মৃত্যুফাঁদ

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
নতুন বছরের প্রথম মাসেই ঝিনাইদহের সড়ক মহাসড়ক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত সড়কে তরতাজা প্রাণ ঝরে যাচ্ছে। ২০২৫ সালের জানুয়ারি মাসের ১৬ দিনে জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষার্থীসহ নিহত হয়েছেন ১৩ জন। এরমধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৩ জন, কালীগঞ্জ উপজেলায় ১ জন, মহেশপুরে ৪ জন, কোটচাঁদপুরে ১ জন, হরিণাকুন্ডু উপজেলায় ২ জন ও শৈলকুপায় ২ জন নিহত হন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে গত ২ জানুয়ারি শৈলকুপার বারইপাড়া নামক স্থানে অরবিন্দু দাস, ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর গ্রামের লিয়াকত আলী, কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের কিতাব মন্ডলের স্ত্রী শুকজান বিবি ও মহেশপুরের হানিফপুরে অজ্ঞাত এক নারী নিহত হন। এছাড়া ৯ জানুয়ারি মহেশপুরের খালিশপুরে সাগর, ১২ জানুয়ারি সদর উপজেলার নগরবাথান বাজারে সন্টু, ১৪ জানুয়ারি ঝিনাইদহ শহরের কলার হাট এলাকায় খলিলুর রহমান, ১৫ জানুয়ারি হরিণাকুন্ডু শহরের হলবাজারে নওরিন সোয়েবা শোভা, একই দিন মহেশপুরের হাসপাতাল এলাকায় নাঈম, ১৬ জানুয়ারি শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে ওয়াজেদ আলী, হরিণাকুন্ডু উপজেলার চারাতলা নামক স্থানে পায়রা ডাঙ্গা গ্রামের মোজাম শাহ ও কোটচাঁদপুরের কুশনা বাজারে ইসহাক আলী সন্টু নিহত হন। অভিযোগ উঠেছে সড়ক মহাসড়কে পুলিশী অভিযান না থাকায় উচ্চ আদালত ঘোষিত অবৈধ যানবাহন চলাচল বৃদ্ধি পাচ্ছে। এছাড়া লাইসেন্স বিহীন মটরসাইকেলে অল্প বয়সী তরুণরা বেপরোয়া গতিতে চলাচল করতে গিয়ে তারা প্রাণ হারাচ্ছে। এ বিষয়ে ঝিনাইদহ নিরাপদ সড়ক চাই এর মুখপাত্র সাকিব মোহাম্মদ আল হাসান জানান, সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে কোন উদ্যোগই পরিলক্ষিত হচ্ছে না। সড়ক মহাসড়ক নিরাপদ রাখতে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, সড়কে নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ যানবাহন আটক করা হচ্ছে। এছাড়া ড্রাইভারদের সচেতনতা বৃদ্ধি করতে বিআরটিএ অফিসের সঙ্গে যৌথভাবে হাইওয়ে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *