ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু
Share Now..
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। লকডাউন দিয়ে মানুষ চলাচল ও দোকানপাট বন্ধ করেও যেমন সংক্রামন কমানো যাচ্ছে না তেমনি কমছে না মৃত্যুর হার। লকডাউনের ষষ্ঠ দিনেও ঝিনাইদহে করোনায় শনাক্ত ও মৃত্যু উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সোমবার ঝিনাইদহ ল্যাবে পরীক্ষা করা ২৫০টি নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ৮৬ জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: লিমন পারভেজ বলেন, তাদের অনেক সীমাবদ্ধতার পরও ২৪ ঘন্টা সাধ্যমতো সেবা পাচ্ছেন রোগীদের। হাসপাতালে লোকবলের সংকট থাকায় সেবা কিছুটা বিঘ্নত হচ্ছে বলে তিনি জানান।