ঝিনাইদহে ৭ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
Share Now..
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে ৭ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলা পরিষদ চত্বরে এ সনদ বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার। বিশেষ অতিথি ছিলেন পূর্বাঞ্চল সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রশিক্ষিত ৩০ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানায়, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গত ২১ মার্চ বাছাইকৃত ৩০ জন সাঁতারুদের ৭ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।