ঝিনাইদহ অসংক্রামক রোগ প্রতিরোধে মাষ্টারপ্লান তৈরীর বিষয়ে আলোচনা সভা

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ গাইড লাইন শীর্ষক এক আলোচনা সভা ঝিনাইদহ পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু‘র সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: মুস্তাক আহম্মেদ, প্রকৌশলী মুন্সি আবু জাফর, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: বদর উদ্দীন, মানবাধিকারকর্মী ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, স্থাপতি ও শিক্ষক হাসিবুল কবির, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক গাউস গোর্কি, নোবেল পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটর-এর শিক্ষক নাজমুল আলম রিগান, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাহিদ আক্তার, প্রশাসনিক কর্মকর্তা মো: আসাদুজ্জামান ও পদ্মা ইয়ুথ ইনেসিয়েটিভ-এর সমন্বয়কারী মেহেদী হাসান উপস্থিতি ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো: হাবিবুর রহমান। আলোচনা সভায় স্টেডিয়ামের পাশের পুকুরটিকে সাঁতার, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে হাঁটার পরিবেশ করা ও কলাবাগান রোড থেকে শুরু করে নদীর পাড়ে হাঁটার ব্যবস্থা বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নিয়ে বিশেষ বাজেট বরাদ্দ তৈরীর বিষয়ে সবাই একমত পোষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *