ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন থেকে একজন আব্দুল হামিদের বিদায়

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
মোঃ আব্দুল হামিদ খান। কাজ পাগল একজন মানুষ। ঝিনাইদহে যোগদানের পর থেকেই যিনি ইসলামিক ফাউন্ডেশনের কর্মকান্ড বদলে দিয়েছেন। সততা নিষ্ঠা আর কর্তব্যপরায়ন দিয়ে মন জয় করেছেন ইমাম মোয়াজ্জিনদের। শুধু নিজ বিভাগেই তিনি দক্ষতা আর ভ্রাতৃত্ববোধের পরিচয় দেননি। প্রশাসনেও রয়েছে তার দারুন সুনাম। মোঃ আব্দুল হামিদ খান ঝিনাইদহ জেলায় করোনাকালীন সময়ে সাহসিকতার সাথে কাজ করেছেন। এই কাজে দিনরাত ছিল না তার কাছে। মানবতার সেবায় নিজেকে বিলিয়ে ঠিকমত স্ত্রী সন্তানদেরকেও সময় দিতে পারেননি। আব্দুল হামিদ খান করোনাকালীন সময়ে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় মৃত ১৭৪ টি লাশ দাফন করে জেলা প্রশাসকের নিকট থেকে একজন করোনা যোদ্ধা হিসেবে সনদপত্র প্রহণ করেন। তিনি ২০২৩-২৪ অর্থ বছরে বিভাগীয় পর্যায়ে সবোর্চ্চ যাকাত সংগ্রহ করে যাকাত বোর্ডের পক্ষে জেলা প্রশাসকের নিকট থেকে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেষ্ট, বই ও নগদ অর্থের চেক গ্রহণ করেন। তিনি ঝিনাইদহ জেলায় ৬ বছর কর্মরত থেকে কর্মদক্ষতার মাধ্যমে আলেম ওলামাদের সাথে নিয়ে জঙ্গিবাদ সন্ত্রাস প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে বিশেষ ভূমিকা রেখে গেছেন। তার বদলীজনিত বিদায়ে জেলার মানুষ মর্মাহত হয়েছেন। এদিকে উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খানের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন ঝিনাইদহ জেলা প্রশাসক। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী উপ-পরিচালকে ফুল ও ক্রেষ্ট প্রদান করেন জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিএএ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহিদুর রহমান ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডা। আব্দুল হামিদ খান বাস্পরুদ্ধ কন্ঠে বলেন, ঝিনাইদহের সাধারণ মানুষ, মিডিয়া কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইমাম ও মোয়াজ্জিনরা আমাকে যেভাবে ভালবেসেছেন তার প্রতিদান আমি কোনদিন দিতে পারব না। তিনি জেলা ও উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মক্ষেত্রে তাকে সহায়তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্লেখ্য আব্দুল হামিদ খান ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক পদে পদোন্নতি পেয়ে বদলী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *