ঝিনাইদহ কালীগঞ্জে উৎসবমুখোর পরিবেশে পালিত হলো মহান স্বাধীনতা দিবস
\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। উক্ত কুচকাওয়াজে অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, বিএনসিসি, স্কাউট, রোবট স্কাউট, দোয়েল স্কাউট সহ কালীগঞ্জের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উক্ত স্বাধীনতা দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ারুল আজিম (আনার) মাননীয় জাতীয় সংসদ সদস্য ঝিনাইদহ-৪, বিশেষ অতিথি জনাব এইচ এম জাহাঙ্গীর সিদ্দিকী (ঠান্ডু) চেয়ারম্যান কালীগঞ্জ উপজেলা পরিষদ, জনাব ইশরাত জাহান নির্বাহী অফিসার কালিগঞ্জ উপজেলা, জনাব আবু আজিফ অফিসার ইনচার্জ কালিগঞ্জ থানা, মুক্তিযুদ্ধের পক্ষে উপস্থিত ছিলেন জনাব হেলাল উদ্দিন সরদার কমান্ডার মুক্তিযোদ্ধা কালিগঞ্জ, সেকেন্দার আলী মোল্লা, রেজাউল করিম সহ একাত্তরের অনেক মুক্তিযুদ্ধ উপস্থিত ছিলেন তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ আনোয়ারুল আজিম আনার মাননীয় জাতীয় সংসদ সদস্য ঝিনাইদহ-৪।