ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচন কে হাসবে বিজয়ের হাসি

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উৎসব মুখর হয়ে উঠেছে ঝিনাইদহের ৬ উপজেলা। জেলার ৬টি কেন্দ্রের বাইরে সাজ সাজ চিত্র দেখা গেছে। রোববার বিকাল থেকেই ইভিএম ও নির্বাচন সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে। পাঁচ বছর পর আজ সোমবার (১৭ অক্টোবর) ঝিনাইদহ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন বর্তমান চেয়ারম্যান কনক কান্তি দাস ও এনজিও সৃজনীর নির্বাহী পরিচালক হারুন অর রশিদ। এ ছাড়া সংরক্ষিত সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ২২ জন প্রতিদ্বন্দিতা করছেন। জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক জানান, জেলার ৬ উপজেলার ৬টি ভোট কেন্দ্রে ১২টি কক্ষ স্থাপন করা হয়েছে। জেলায় মোট ভোটারের সংখ্যা ৯৫৪ জন। তিনি আরো জানান, প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অধীনে এক প্লাটুন বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার নিয়োগ করা হয়েছে। এছাড়া ৬টি কেন্দ্রে একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট থাকবেন। এদিকে নির্বাচনকে ঘিরে ভোটার ও উৎসুক জনতার মধ্যে কৌতুহল জেগেছে কে হচ্ছেন জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ? খোঁজ নিয়ে জানা গেছে আওয়ামীলীগের দলীয় প্রার্থী কনক কান্তি দাস ও এনজিও সৃজনীর নির্বাহী পরিচালক হারুন অর রশিদ দুজনাই শক্তিশালী প্রার্থী। ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী পরাজিত হওয়ার পর জেলা পরিষদ নির্বাচনকে এসিড টেষ্ট হিসেবে ধরে নিয়েছে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ। সে মোতাবেক জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা গনসংযোগ চালিয়েছেন। কিন্তু ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বররা ভোটার হওয়ায় ভোটের ফলাফল নিয়ে শংশয় ও সন্দেহ রয়েই গেছে। যদিও সম্প্রতি জেলা পরিষদের ভোট নিয়ে দুই যুবলীগ নেতার অডিও ফাঁস হওয়ার পর বিব্রতকর অবস্থায় পড়ে জেলা আওয়ামীলীগ। উল্লেখ্য গত জেলা পরিষদ নির্বাচনে সৃজনীর নির্বাহী পরিচালক হারুন অর রশিদ অল্প ভোটে আওয়ামীলীগ প্রার্থীর কাছে পরাজিত হন। তবে জয়ের ব্যাপারে প্রতিদ্বন্দি দুই প্রার্থী আশাবাদী বলে তারা জানান।

One thought on “ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচন কে হাসবে বিজয়ের হাসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *