ঝিনাইদহ জেলা প্রশাসকের সঙ্গে কৃষক সংগ্রম সমিতির মত বিনিময় সভা

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার কৃষক সংগ্রাম সমিতির জেলা নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক মনিরা বেগম, কৃষি কর্মকর্তা আজগর আলী, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ হাসান ও ঝিনাইদহ সার ব্যবসায়ি সমিতির সভাপতিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কৃষক সংগ্রাম সমিতির পক্ষ থেকে কেন্দ্রীয় সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, ঝিনাইদহ জেলা সভাপতি ডাঃ ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফারুক, ও কৃষকনেতা সরদ উদ্দিন সিকমল প্রমুখ উপস্থিত ছিলেন। এ মতবিনিময় সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকের নিকট থেকে সরাসরি ধান কেনার যথাযথ প্রক্রিয়া মেনে অগ্রসর হওয়া, আগামীতে জেলা প্রশাসনের সভায় ন্যায্যমূল্যে সরাসরি কৃষকের নিকট থেকে ধান কেনা, হাট খাজনা বিষয়ে পদক্ষেপ, হাটখাজনার নির্ধারিত তালিকা প্রকাশ, সার বিক্রির ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নিয়ে প্রশাসন আরো সক্রিয় ভূমিকা গ্রহণের আশ্বাস দেন বলে দলের এক প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় কৃষক সংগ্রাম সমিতি গত ১১ এপ্রিল দেশব্যাপি জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানের কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানকালে তিনি তাদের সঙ্গে বসার আশ্বাস দেন। সেই আশ^াসের প্রেক্ষিতে বুধবার এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *