ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। চাকরীর বিধি বৈষম্য, কর্মকর্তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার ও চাকরী নিয়মিতকরণসহ বেশ কয়েকটি দাবী আদায়ে রোববার (৫ মে) ঝিনাইদহ শহরের রাউতাইল পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে কর্মবিরতি শুরু হয়। এ সময় ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মোস্তাক আহম্মেদ, হাবিবুর রহমান, জুনিয়র ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম ও লাইন ক্রু লেভেল ওয়ান জামিরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কর্মবিরতি পালনকালে বক্তারা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুই রকম নীতির কারণে বিভিন্ন সুযোগ-সুবিধা হতে বঞ্চিত হচ্ছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা এবং কর্মচারী। কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন। এসব বৈষম্য নিরসনে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন সময় গণস্বাক্ষর সংগ্রহ, বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করা হলেও তাদের দাবী বাস্তবায়নে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) আন্তরিক নয়। বরং উল্টো আন্দোলনের সঙ্গে যুক্ত ভোলা পবিসের ২ জন এজিএমকে সাময়িক বরখাস্ত, ২ জন এজিএমকে স্ট্যান্ড রিলিজ এবং সিরাজগঞ্জ পবিস-২ এর একজন ডিজিএম এবং ১ জন এজিএমকে বোর্ডে সংযুক্ত করে হয়রানী করা হয়েছে। ফলে এ ঘটনায় দেশের ৮০টি পবিসের প্রায় ৪০ হাজার কর্মকর্তা ও কর্মচারী ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *