ঝিনাইদহ শ্রমিকদলের উদ্যোগে বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মসিউর রহমানে স্মরণসভা

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলা বিএনপি’র সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। জেলা শ্রমিক দলের সভাপতি আবু বক্করের সভাপতিত্বে স্মরনসভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক টোকন জোয়াদ্দার, শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি আবু সাইদ, সাবেক সভাপতি আবু রেজা, দপ্তর সম্পাদক চুন্নু মিয়া ও শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন। স্মরণসভা থেকে প্রয়াত মসিউর রহমানে মাগফিরাত কামনা করে বলা হয়, তিনি ছিলেন ঝিনাইদহের উন্নয়নের কারিগর। তার অবদান মানুষ আজীবন স্মরণ করবে। দোয়া মাহফিলে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

One thought on “ঝিনাইদহ শ্রমিকদলের উদ্যোগে বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মসিউর রহমানে স্মরণসভা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *