ঝিনাইদহ সাধুহাটি গ্রামের ২ দিন মজুরের ঘর আগুনে পুড়ে ছাই \ খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছে দুটি পরিবার

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি গ্রামের খালপাড়ায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটেছে। অগ্নিকাÐের ঘটনায় দেড় লক্ষাধিক টাকার একটি গরুসহ দুই দিনমজুরের চারটি ঘর, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে ঘরে থাকা, চাউল, ডাল, থালা-বাটি, কাথা, বালিশ, কম্বল। স্থানীয়রা জানিয়েছেন, অগ্নিকাÐের ঘটনায় দিনমজুর পিশকার ও ভানচালক হারুনের ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এখন দুই পরিবার খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছে, তাদের পাশে দাঁড়াবার বড় প্রয়োজন। কে দাঁড়াবে? স্থানীয়রা, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পিশকারের ছেলে শাকিল হোসেন তার পরিবারের লোকজনের সঙ্গে গন্ডগোল করে প্রথমে ঘরের দরজা ভাঙতে না পেরে তাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। এসময়ে কয়েকজন নিভাতে গেলে তাদেরকে দা দিয়ে কাটতে যায়। পরে অবস্থার বেগতিক দেখে পালিয়ে যায়। তবে শাকিলের বাবা পিশকার বলেন আমার ছেলে নিজের ঘরে আগুন দেয়ার কথাটা সত্য নয়। স্থানীয় লোকজন চেষ্টা করে আগুন নেভাতে পারিনি। খবর দেয়া হয় ঝিনাইদহ ফায়ার সার্ভিসে। ততক্ষণে পিশকারের ১ টি ১ লক্ষ ৬৫ হাজার টাকার গরু, ৩ টি ঘর এবং পাশে হারুনের ঘরসহ দুই জনার বাড়িতে থাকা আসবাবপত্র, গোয়ালঘর, রান্নাঘর পুড়ে যায়। এ বিষয়ে কাজী নাজির উদ্দিন চেয়ারম্যান জানান, বিষয়টি খুব দুঃখজনক, দুই পরিবারের, আগুনে ঘর পুড়ে যায়, তারা এখন খোলা আকাশের নিচেই, রাত কাটাচ্ছে,। আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটুকু পারা যায় আমি সহযোগিতার হাত বাড়াবো। এবং মাননীয় জেলা প্রশাসক ও ইউএনও স্যারের সাথে বিষয়টি আলোচনা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *