ঝিনাইদহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ রহুল কুদ্দুস এর অবসরের কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
\ ঝিনাইদহ অফিস \
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা এগারটার সময় ঝিনাইদহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: রহুল কুদ্দুস এর অবসরের কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার গর্ভনিং বডির সম্মানিত বিদ্যুৎসাহি সদস্য ও জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আব্বাস উদ্দিনের সভাপতিতে অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মুহাদ্দিস মাওঃ রবিউল ইসলাম, উপাধ্যক্ষ মোঃ সরোয়ার হোসেন, বিশিষ্ট্য সাংবাদিক মোঃ আজিজুর রহমান সালাম, বিদয়ী অধ্যক্ষ মাওঃ রহুল কুদ্দুস। সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আব্বাস উদ্দিন শিক্ষকদের উদ্দেশ্যে যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা ও শিক্ষর্থীদের যথাযথ পাঠদানের মাধ্যমে ঝিনাইদহের এই সর্বোচ্চ বিদ্যাপিঠ কে এগিয়ে নেয়ার চেষ্টা চালাতে হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত দাতা প্রতিষ্ঠাতা সদস্য মোঃ হাসিবুল হোসেন, গভর্নিং বোর্ডের প্রাক্তণ সদস্য বিশিষ্ট সমাজসেবক মোঃ শরিফুল ইসলাম এ সভায় অফিস সহকারি ফজলুর রহমানের বিদায় সংবর্ধনাও দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার আরবি বিভাগের সহকারি অধ্যাপক মোঃ নাজমুল হাসান।