ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এমপির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

Share Now..

\ শৈলকুপা প্রতিনিধি \
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ ফেব্রæয়ারি) দুপুরে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ দোয়ার আয়োজন করে উপজেলা ও পৌর আওয়ামী লীগ। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. আব্দুল হাকিম আহমেদ, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসিরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্ল্যা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি স.ম রানাউজ্জামান বাদশা, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শিমুলসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকরের বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিউমোনিয়া ও লিভারের সমস্যায় তিনি ঢাকার ল্যাব এইড হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন। গত রোববার সকালে এয়ার এ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির পর তার শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *