ঝিনাইদহ ১ টি ওয়ান শুটারগান ও কার্তুজসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব -৬
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ওয়ান শুটারগান ও কার্তুজসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। আইন শৃঙ্খলা বাহিনীটির ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা জেলার হরিনাকুন্ড থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তাদেরকে গ্রেফতার করে। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার ।
র্যাবের এক প্রেসনোটে বুধবার দুপুরে জানানো হয়, র্যাব তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, মানব পাচারকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানাধীন পারদখলপুর (বরিশখালী) বাজার বটতলা মোড় এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর সময়ে ওই এলাকার আলফাজ উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪০) আব্দুল সাত্তারের ছেলে সাগর আলীকে (৩৭) গ্রেফতার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান ৪ রাউন্ড কার্তুজ, নগদ ৫ হাজার টাকা ও ১ টি মোটরসাইকেল, ২ মোবাইলসহ ৪ টি সিমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্তা নেওয়া হয়েছে।
Very interesting topic, appreciate it for posting.Raise your business