ঝুলন্ত পার্লামেন্টের পথে ফ্রান্স, রাজনৈতিক অচলাবস্থা 

Share Now..

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে প্রথম ধাপে এগিয়ে থাকা উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র‌্যালি (আরএন)। দেশটির সরকারি ফলাফলে বলা হয়েছে, নির্বাচনে বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) জয়ী হয়েছে। খবর বিবিসির। 

বিবিসি তাদের লাইভ প্রতিবেদনে জানাচ্ছে, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর মধ্যপন্থী জোট এনসেম্বল দ্বিতীয় হয়েছে এবং ন্যাশনাল র‌্যালির (আরএন) অবস্থান তৃতীয়। এককভাবে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। 

সেইসঙ্গে এই তিন দলের একসঙ্গে কাজ করার কোনো ইতিহাস নেই। তাই দেশটি এখন ঝুলন্ত পার্লামেন্ট পাওয়ার পথে। ৫৭৭ আসনের ফরাসি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২৮৯টি আসন। 

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) পেয়েছে ১৮২টি আসন, ম্যাক্রোঁর মধ্যপন্থী জোট এনসেম্বল পেয়েছে ১৬৩টি আসন এবং যারা ক্ষমতায় আসবে বলে ধারণা করা হচ্ছিল, সেই ন্যাশনাল র‌্যালি (আরএন) ১৪৩টি আসনে জয় পেয়েছে।  

দেশটিতে এখন কে হবেন প্রধানমন্ত্রী, ন্যাশনাল অ্যাসেম্বলিতে কে নেতৃত্ব দেবেন- এ নিয়ে রাজনৈতিক অচলাবস্থা শুরু হয়েছে। আগামী দিনগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দর কষাকষি চলবে। এমন পরিস্থিতিতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ম্যাক্রোঁ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *