টরন্টোতে স্কুলের সামনে পুলিশের গুলিতে অস্ত্রধারী নিহত
টরন্টোতে স্কুলের সামনে এক অস্ত্রধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এ ঘটনার পর টরন্টো স্কুল বোর্ড শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।
জানা গেছে, ২৬ মে টরন্টোর স্কারবোরোর পোর্ট ইউনিয়ন আবাসিক এলাকায় স্কুলের সামনে একজন অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে গুলি চালালে ঘটনাস্থলেই ওই অস্ত্রধারী নিহত হয়। ২০ বছর বয়সী ওই অস্ত্রধারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এদিকে পুলিশ প্রধান জেমস রামার এক সাংবাদিকদের বলেছেন, ঘটনাটি ‘বিচ্ছিন্ন’ ছিল এবং জননিরাপত্তার জন্য কোনো হুমকি ছিল না। ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।ঘটনাস্থলের আশেপাশে শার্লটটাউন জুনিয়র পাবলিক স্কুল, সেন্টেনিয়াল রোড জুনিয়র পাবলিক স্কুল, জোসেফ হাউ সিনিয়র পাবলিক স্কুল এবং স্যার অলিভার মোওয়াট কলেজিয়েট ইনস্টিটিউট রয়েছে।