টস জিতে ব্যাটিংয়ে রংপুর
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রামের চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর।
আগের ৯ ম্যাচের ৭টিতে জিতে বিপিএলের ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স। এই ম্যাচ জিতলেই সবার আগে প্লে-অফ নিশ্চিত করবে তারা।
অন্যদিকে ৯ ম্যাচের ৫টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আছে টেবিলের পঞ্চম স্থানে। প্লে-অফের দৌড়ে এগিয়ে থাকতে হলে আজকের ম্যাচে তাদের জয়টা খুব জরুরি।
রংপুর রাইডার্সের একাদশ: ব্র্যান্ডন কিং, রনি তালুকদার, রেজা হেনড্রিকস, সাকিব আল হাসান, মাহেদী হাসান, জিমি নিশাম, নুরুল হাসান (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডোয়াইন প্রিটোরিয়াস, শামীম হোসেন পাটোয়ারি, হাসান মাহমুদ ও হাসান মুরাদ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একাদশ: জশ ব্রাউন, তানজিদ হাসান তামিম, টম ব্রুস (উইকেটরক্ষক), সৈকত আলী, শুভাগত হোম (অধিনায়ক), রোমারিও শেফার্ড, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, জিয়াউর রহমান, সালাউদ্দিন সাকিল ও বিলাল খান।