টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
Share Now..
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে পোর্ট এলিজাবেথে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি মাঠে গড়াবে।
প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে মাত্র ৫৩ রানে অলআউট হয়ে ২২০ রানে হেরেছে বাংলাদেশ। প্রথমে আশা জাগালেও পরবর্তীতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এতেই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
এদিকে ইনজুরির কারণে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে পুরো সময় বল করতে পারেননি তাসকিন আহমেদ। এরপর ছিটকে গেছেন দ্বিতীয় টেস্ট থেকে। ইতিমধ্যেই ফিরেছেন দেশে। তার সঙ্গে ইনজুরির কারণে দেশে ফিরে এসেছেন শরিফুল ইসলামও। তবে স্বস্তির সংবাদ দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন তামিম ইকবাল।