টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ
Share Now..
বাংলাদেশ ক্রিকেটে একটা কথা সবসময় প্রচলিত আছে। সেটি হলো- দেয়ালে পিঠ ঠেকে গেলেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। আজ (২৯ অক্টোবর) শারজায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের বাঁচা-মরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে রিয়াদ বাহিনী।
টস জিতে ফিল্ডিং করতে নেমে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশি বোলাররা। ফিল্ডারদের মাঝেও হার না মানার মানসিকতা লক্ষ্য করা গেছে। কারণ, আজ হারলেই যে সবার আগে সুপার টুয়েলভ পর্ব থেকে বাদ পড়তে হবে।
ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের ৩টি উইকেট তুলে নিয়েছে টাইগাররা। এর মধ্যে দুইটি নিয়েছেন শেখ মেহেদী হাসান ও একটি তাসকিন আহমেদ। ৯ ওভারে তাদের সংগ্রহ মাত্র ৪৪ রান।