‘টাইমড আউট’-এর ভয়ে প্যাড ছাড়াই মাঠে নামলেন হারিস রউফ

Share Now..

বিগ ব্যাগের ম্যাচে গতকাল মুখোমুখি হয় মেলবোর্ন স্টারস এবং সিডনি থান্ডার। সেই ম্যাচে ব্যাট করতে নেমে আলোচনার জন্ম দেন পাকিস্তানি ক্রিকেটার হারিস রউফ। মেলবোর্ন স্টারস ইনিংসের শেষ ওভারে পরপর তিন উইকেট নেন সিডনি থান্ডারের পেসার ড্যানিয়েল স্যামস। যদি তার মধ্যে একটি রান আউট ছিল। টানা তিন বলে তিন উইকেটের জন্য প্রস্তুত ছিলেন না রউফ। তাই টাইম আউট না হওয়ার জন্য প্যাড ছাড়ায় মাঠে নামে পড়েন এই ক্রিকেটার। 

তিনি নন-স্ট্রাইক প্রান্তে থাকা এবং ইনিংসের শেষ বল হওয়াই কোনো বল মোকাবিলা করতে হয়নি তাকে। পেশাদার ক্রিকেটে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। শেষ বলে লিয়াম ডসনকে বোল্ড করে গুটিয়ে দেন স্টারসকে। থান্ডার শেষ চার বলে চার উইকেট পেলেও তা ছাপিয়ে আলোচনায় রউফের প্যাড না পরে ব্যাটিংয়ে আসা। 

সেই সময় ধারাভাষ্যকক্ষে থাকা অজি কিংবদন্তি পেসার ব্রেট লি তখন বলে ওঠেন, ‘আমি আমার জীবনে এমন দৃশ্য আগে কখনো দেখিনি। এমনটা কীভাবে করতে পারে সে? যদি শেষ বলটি ওয়াইড হয় আর ডসন সিঙ্গেল নেয়, তখন…? তাকে প্যাড ছাড়াই খেলতে হতো। আশা করি, সে বক্স (অ্যাবডোমেন গার্ড) পরেছে। মাত্র একটি গ্লাভ হাতে, সার্কাস চলছে। নো-বল হোক, এটা নিশ্চয়ই চাইবে না সে।’ রউফ অবশ্য ইনিংস শেষে স্বস্তিতেই ছিলেন। ঝুঁকি নিয়ে ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত বাজিটা জিতে গেলেন তিনি। তবে জেতেনি তার দল। সিডনি থান্ডারের কাছে ৫ উইকেটে হেরেছে তার দল মেলবোর্ন স্টারস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *