টিকা নেয়ার ৬ মাসের মধ্যে করোনা প্রতিরোধ ক্ষমতা কমে যায়

Share Now..

ফাইজার-বায়োএনটেক ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা’র দুই ডোজ নেয়ার ৬ মাসের মধ্যেই করোনা প্রতিরোধ ক্ষমতা কমে যেতে শুরু করে। সম্প্রতি যুক্তরাজ্যের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, ফাইজারের দ্বিতীয় ডোজ নেয়ার ৫ থেকে ৬মাস পর করোনা প্রতিরোধ ক্ষমতা ৮৮ শতাংশ থেকে ৭৪ শতাংশে নেমে আসে। আর অ্যাস্ট্রাজেনেকার টিকার ক্ষেত্রে কার্যকারিতা ৭৭ শতাংশ থেকে ৬৭ শতাংশ পর্যন্ত কমে যেতে দেখা গেছে। টিকার বুস্টার ডোজ নেয়া প্রয়োজন হতে পারে বলে মনে করছেন গবেষকদের ওই দল। যদিও বুধবার বিশ্ব সংস্থা আবারও দাবি করেছে, বুস্টার ডোজ নিশ্চিতভাবে প্রয়োজন এমন কোন তথ্য নেই। এদিকে, বিশ্বে করোনায় গেল একদিনে ১১ হাজারের বেশি মৃত্যু হয়েছে। আর একদিনে ৭ লাখের বেশি শনাক্ত হয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ১১ হাজার ১৭৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১৬ হাজার ৫৭০ জন। টানা কয়েক দিন বিশ্বব্যাপী মৃত্যু কমার পর মৃত্যু ও সংক্রমণের হার এখন ঊর্ধ্বমুখী। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৭৫ হাজার ৪২১ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার ২৭৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ২০ লাখ ২৬ হাজার ৪৮১ জন। বুধবার যুক্তরাষ্ট্রে ১ হাজার ২শ ৮৭ জনের মৃত্যু হয়। দেশটির নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা পর্যালোচনা করে আরও ১২ হাজার মৃত্যু যোগ করা হয়েছে। হাসপাতাল ও কেয়ার হোমের বাইরে বাড়িতে মারা যাওয়া করোনা রোগীদেরও মোট মৃতের সংখ্যায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন নিউ ইয়র্কের নতুন গভর্নর। ইন্দোনেশিয়ায় মারা গেছেন ১ হাজার ৪১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *