টি-টোয়েন্টিতে হারের সেঞ্চুরি করলো বাংলাদেশ

Share Now..

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসর শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। এই সিরিজে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে টাইগাররা। শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের কাছে এক ম্যাচ আগেই সিরিজ হেরেছে নাজমুল হাসান শান্তর দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ রানে হেরে লজ্জার এক মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ।

হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারের সেঞ্চুরি করেছে বাংলাদেশ। প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম হারের লজ্জার রেকর্ড গড়েছে টাইগাররা। ১৬৮ ম্যাচ খেলে ১০০ ম্যাচেই হারের মুখ দেখেছে শান্ত-সাকিবরা। জয় পেয়েছে ৬৪ ম্যাচে। বাকী ৪ ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

বাংলাদেশের পর সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টির সাবেক এই বিশ্বচ্যাম্পিয়নরা ১৯২ ম্যাচ খেলে ৮০ জয়ের বিপরীতে ৯৯টি ম্যাচে হেরেছে। হারের দিক থেকে তালিকায় তিনে আছে শ্রীলঙ্কা। তাদের পরাজয় ৯৮টি ম্যাচে। এ ছাড়া জিম্বাবুয়ে হেরেছে ৯৫টি ম্যাচে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *