‘টেকো পেত্নী’ রূপে নীনা গুপ্তা, ভিডিও ভাইরাল
অন্তর্জালে ইউটিউব ইন্ডিয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বলিউডের প্রখ্যাত অভিনেত্রী নীনা গুপ্তাকে ‘আইকনিক গাঞ্জি চুড়ায়েল’ অর্থাৎ পেত্নী রূপে হাজির হতে দেখা গেছে। ভিডিওটিতে অভিনেত্রীর কমেডি দিকটি এতোটাই সুন্দরভাবে ফুটে উঠেছে ভক্তদের মধ্যে দারুণ উন্মাদনা দেখা যাচ্ছে।
নীনা গুপ্তা এমনিতেই বহুমুখী প্রতিভার অধিকারী। কিন্তু তার এই অপ্রত্যাশিত রূপান্তর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দারুণ আনন্দ দিয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কমেডি ভিডিওটিতে আরও রযেছেন তিনজন সৌন্দর্য এবং লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার শিবশক্তি সচদেব, ঈশিতা মঙ্গল এবং সাক্ষী সিদওয়ানি। নীনার মজার এক্সপ্রেশনের সঙ্গে ভয়েসওভারে বলা হয়, ‘একবার তিনজন ইউটিউবারকে গাঞ্জি চুড়ায়েল অপহরণ করেছিল।’
ইনফ্লুয়েন্সাররা টেকো পেত্নীর সবুজ রঙের ত্বকের জন্য নিখুঁত মেকওভার খুঁজে বের করার জন্য লড়াই করতে থাকে। তাতে তৈরি হয় দারুণ একটি মজার দৃশ্যকল্প। হেয়ার স্পা সেশন থেকে স্মোকি চোখ এবং একটি ঝকঝকে পোশাক পর্যন্ত, মেকওভার জার্নিটা দারুণ মজার। টেকো পেত্নী মেকওভারের মাধ্যমে উগ্র, ফ্যাশন-ফরোয়ার্ড জেন জি ডিভা হিসেবে রূপান্তরিত হয়ে ওঠে। ভিডিওটি ইউটিউব ইন্ডিয়ার ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে এবং এখন পর্যন্ত ১.৫ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। মন্তব্য বিভাগটি সেলিব্রিটি এবং প্রভাবশালীদের প্রতিক্রিয়ায় ভরে গেছে।
নীনা গুপ্তার কন্যা ও ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা লিখেছেন, ‘আমি মারা গেছি’।
ভারতের তরুণ প্রজন্মের বিখ্যাত কমেডি কনটেন্ট ক্রিয়েটর ডলি সিং প্রশংসা করে লিখেছেন, ‘কেউ কী ভেবেছিল নীনা জি এভাবে গাঞ্জি চুড়ায়েল হয়ে একটি ব্র্যান্ডের প্রচারণা করবেন! এটি আইকনিক।’
ব্লগার দেবশ্রী ব্যানার্জি কটাক্ষ করেছেন, ‘চলো গাঞ্জি চুড়ায়েলকেও মাসকারা লাগানো শিখাই!’
নীনা গুপ্তার এই ভয়ঙ্কর কল্পনাপ্রবণ চরিত্রের সাথে কমেডির সংমিশ্রণ এটাই প্রমাণ করে, আবারও প্রজন্ম ধরে দর্শকদের চমকে দেওয়ার এবং বিনোদন দেওয়ার ক্ষমতা রাখেন এই অভিনেত্রী।