টেস্টে প্রথমবারের মতো ১০ উইকেট নিলো বাংলাদেশের পেসাররা
Share Now..
অনন্য এক কীর্তি গড়েছে বাংলাদেশের পেসাররা। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো এক ইনিংসে ১০ উইকেটই নিয়েছেন টাইগার পেসাররা। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সবক’টি উইকেট নিয়েছেন তিন পেসার হাসান মাহমুদ, নাহিদ রান ও তাসকিন আহমেদ।
সোমবার (২ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে আগুনঝরা বোলিং করেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। তাদের সঙ্গে যুক্ত হন আরেক টাইগার পেসার তাসকিন। এই তিন পেসারের তাণ্ডবে ১৭২ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ১০.৪ ওভারে ৪৩ রানে ৫ উইকেট নেন হাসান। গতি আর বাউন্স দিয়ে পাকিস্তানের ব্যাটারদের নাচিয়েছেন নাহিদ। সঙ্গে নিয়েছে ৪ উইকেট। আর তাসকিন নিয়েছেন ১ উইকেট।