টেস্ট ক্রিকেট খেলবেন না মঈন আলী

Share Now..

টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার ও ইংলিশ তারকা মঈন আলী। তবে সীমিত ওভারের ক্রিকেট নিয়মিত খেলে যাবেন তিনি। আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা না আসলেও এমনটাই দাবি করেছে ইএসপিএনক্রিকইনফো।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলছেন মঈন। এর পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেখানে খেলার পর অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দেবে ইংল্যান্ড ক্রিকেট দল। তবে অবসরের সিদ্ধান্ত নেওয়ায় অ্যাশেজে এই তারকাকে দেখা নাও যেতে পারে।

মূলত কোভিড-১৯ বিধিনিষেধ ও ব্যস্ত খেলাসূচির কারণে দীর্ঘ সময় পরিবার থেকে দূরে মঈন আলী। যা তার জন্য ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

৩৪ বছর বয়সী এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট খেলেছেন এবং এতে রান করেছেন ২ হাজার ৯১৪। রয়েছে ৫টি শতক ও ১৪টি অর্ধশতক ইনিংস। বল হাতে নিয়েছেন ১৯৫টি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *