টেস্ট র্যাংকিংয়ে জয়-মিরাজের উন্নতি
মাত্র দুই টেস্টের অভিজ্ঞতা নিয়েই দক্ষিণ আফ্রিকায় গিয়ে হাঁকিয়েছেন শতক। মাহমুদুল হাসান জয়ের আগে যা পারেনি বাংলাদেশের কোনো ব্যাটারই। ১৩৭ রানের অসাধারণ ইনিংসটির ফলে জয় টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে পেয়েছেন উন্নতির ছোঁয়া।
ডারবান টেস্টের আগে সেরা একশর তালিকায় নামও ছিল না তার। ৩৭ ধাপ এগিয়ে ডানহাতি এই ব্যাটারের স্হান এখন ৬৬ নম্বরে। বাংলাদেশের পক্ষে এই বিভাগে সেরা অবস্হানে আছেন লিটন দাস। কিন্তু ডারবানে চেনা ছন্দে ছিলেন না তিনি। দুই ইনিংস মিলিয়ে কেবল ৪৩ রান আসে তার ব্যাট থেকে। ফলে চার ধাপ অবনতি হয়ে ১৩ থেকে ১৭ নম্বরে আছেন তিনি।
র্যাংকিংয়ে বড় ধাক্কাটা পেয়েছেন অধিনায়ক মুমিনুল হক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে শূন্য ও পরের ইনিংসে ২ রানে ফিরেছিলেন তিনি। সেই পারফরম্যান্স তাকে ১২ ধাপ পেছনে ঠেলে জায়গা করে দিয়েছে ৪৬ নম্বরে। তিন ধাপ পিছিয়ে ৪২ নম্বরে আছেন সাকিব আল হাসান। সাত ধাপ অবনমিত হয়ে ২৮-এ মুশফিকুর রহিম। বোলিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। তিন ধাপ এগিয়ে ৩২ নম্বরে আছেন ডারবান টেস্টে ৬ উইকেট নেওয়া এই বোলার। বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্হান তাইজুল ইসলামের (২৪)।