ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত 

Share Now..

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া খৈয়াছরা ঝরনা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ও আহতরা সবাই সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর এলাকার জামান মিস্ত্রি বাড়ির বাসিন্দা। নিহতরা হলেন- নুরজাহান বেগম (৫৫), তার মেয়ে কাজল রেখা (২৫), কাজলের সাত মাস বয়সী ছেলে আনার ও কাজলের বোন শিরিন আক্তার (২০)। এ ঘটনায় আহতরা হলেন- সাইফুল ইসলাম ও নিজাম উদ্দিন। 

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ (পরিদর্শক) সোহেল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।  প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি বলেন, সীতাকুণ্ডের মহানগর এলাকা থেকে অটোরিকশা নিয়ে খৈয়াছরা এলাকায় আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন তারা। অটোরিকশাটি খৈয়াছরা ঝরনা রাস্তার মাথায় পৌঁছানোর পর মহাসড়কের পাশে দাঁড়ায়। তবে দাঁড়িয়ে যাত্রী নামানোর আগে ভুট্টা বোঝায় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে সজোর ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আর গুরুতর আহত হন তিনজন। পরে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) রুল আলম বলেন, মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত তিন নারী-পুরুষকে চমেক হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক দুর্ঘটনায় গুরুতর আহত নারী শিরিন আক্তারকে মৃত ঘোষণা করেন। 

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, দুর্ঘটনা পরবর্তীতে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজির ভেতরে আটকা পড়া হতাহতদের উদ্ধার করা হয়েছে। 

One thought on “ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *