ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী কে এই বন্দুকধারী 

Share Now..

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর শনিবার নির্বাচনী সভায় হামলা হয়েছে। ট্রাম্পকে লক্ষ্য করে অন্তত পাঁচবার হামলা চালানো হয়েছে। কানে গুলিবিদ্ধ হয়েছেন বলে স্বয়ং ট্রাম্প জানিয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী ও একজন দর্শক নিহত হয়েছে। সেইসঙ্গে গুরুতর আহত হয়েছে আরও দুইজন। 

এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, পেনসিলভানিয়ায় ট্রাম্পের ওপর ওই হামলাকারীর নাম থমাস ম্যাথু ক্রুকস।   

এফবিআই জানিয়েছে, ২০ বছর বয়সী থমাস ম্যাথু ক্রুকস পেনসিলভানিয়ার বেথাল পার্কের বাসিন্দা।

এক বিবৃতিতে এফবিআই বলেছে, পেনসিলভানিয়ার বাটলারে ১৩ জুলাই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হত্যাচেষ্টাকারীকে চিহ্নিত করেছে এফবিআই। তিনি বেথাল পার্কের বাসিন্দা ২০ বছর বয়সী থমাস ম্যাথু ক্রুকস।  

গতকাল পেনসিলভানিয়ার যেখানে ট্রাম্পের সমাবেশ সেখান থেকে ৩৫ মাইল দূরেই থমাসের বাড়ি। সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই মার্কিন সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হয় থমাস। 

পাবলিক রেকর্ডে দেখা যাচ্ছে, থমাস রিপাবলিকানের জন্য ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন তবে ২০২১ সালে ডেমোক্র্যাট সম্পৃক্ত একটি গ্রুপকে সামান্য অর্থ দিয়েছেন। তবে থমাস সম্পর্কে আর বেশি কিছু জানায়নি এফবিআই।  

এ ছাড়া হামলাকারী কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে- এ নিয়ে কোনো মন্তব্য করেনি এফবিআই। তদন্ত এখন চলমান বলে মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর অবশেষে ট্রাম্পকে নিউ জার্সিতে দেখা গেছে।

ফক্স নিউজ তাদের লাইভ প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পের ওপর হত্যাচেষ্টার ঘটনার পর অবশেষে প্রথমবারের মতো রিপাবলিকান এই প্রার্থীকে দেখা গেছে। স্থানীয় সময় রোববার সকালে ট্রাম্পকে প্লেন থেকে নামতে দেখা যায়। 

আল জাজিরা বলছে, নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পের প্লেন অবতরণ করেছে। ভিডিও ফুটেছে দেখা যাচ্ছে,  ট্রাম্প প্লেন থেকে নামছেন। সাবেক এই প্রেসিডেন্ট কোথায় যাচ্ছেন তা স্পষ্ট নয়। তবে বেডমিনিস্টারের কাছে ট্রাম্পের একটি গলফ ক্লাব আছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *