ট্রাম্পকে হত্যার হুমকি, গ্রেফতার এক
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপহরণ ও হত্যার হুমকি দিয়েছেন এক ব্যক্তি। এ নিয়ে দেশটির সিক্রেট সার্ভিস নিউ ইয়র্কে ৭২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
ব্রুকলিনের প্রসিকিউটররা বলেছেন, থমাস ওয়েলনিকি সাবেক মার্কিন প্রেসিডেন্টকে ‘জ্ঞাতসারে ও ইচ্ছাকৃতভাবে হত্যা, অপহরণ এবং শারীরিক ক্ষতি’ করার হুমকি দিয়েছেন।
অভিযোগ, ওয়েলনিকি ২০২০ সালে জুলাইতে মার্কিন ক্যাপিটল পুলিশকে বলেন ট্রাম্প যদি ২০২০ সালের নির্বাচনে হারে এবং ক্ষমতা ছাড়তে না চায় তাহলে তিনি তাকে শেষ করতে অস্ত্র তুলে নিবেন।
ওয়েলনিকির বিরুদ্ধে আরো অভিযোগ, গত বছরের জানুয়ারিতে তিনি সিক্রেট সার্ভিস অফিসে দুইটি ভয়েসমেইল পাঠিয়েছেন। সেখানে ট্রাম্পসহ আরো অজ্ঞাত ১২ কংগ্রেস সদস্যকে হত্যার হুমকি দেন।
কুইনসে বসবাসকারী অভিযুক্ত এই ব্যক্তি বলেন, হ্যাঁ সেটা হুমকি, আসুন আমাকে গ্রেফতার করুন। আমি তাকে সরাতে যে কোনো কিছু করবো।
গত বছরের নভেম্বরেও ওয়েলনিকি তিনবার তার ফোন থেকে সিক্রেট সার্ভিসে কল করেন। প্রতিবারেই তিনি তার পরিচয় দেন।
গত সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রুকলিন ফেডারেল আদালতে অভিযোগের ভিত্তিতে ওয়েলনিকিকে সাজা দেওয়া হয়।
Es posible que otras personas recuperen algunos archivos de fotografías privadas que elimine en su teléfono, incluso si se eliminan permanentemente. https://www.mycellspy.com/es/tutorials/how-to-view-deleted-photos-from-your-partner-phone/