ট্রাম্পের সভায় গুলিতে নিহত কে এই ‘সুপারহিরো’ 

Share Now..

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গত শনিবার নির্বাচনী সভায় বন্দুকধারীর অতর্কিত গুলিতে অল্পের জন্য বেঁচে যান দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে সেইদিনের হামলায় নিহত হয়েছেন কোরি কম্পারেটর (৫০) নামের এক ব্যক্তি। 

বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে, কোরি কম্পারেটর পেশায় ছিলেন অগ্নিনির্বাপক এবং দুই কন্যার বাবা। তিনি তার পরিবারকে গুলির হাত থেকে রক্ষা করতে গুলিবিদ্ধ হয়েছেন। এরপরেই তার মৃত্যু হয়েছে।  

ওই দমকলকর্মীর মেয়ে অ্যালিসন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এক পোস্টে লিখেছেন, কম্পারেটর বাস্তব জীবনে একজন ‘সুপারহিরো’। অ্যালিসন বলেন, ‘বাবা আমার মা এবং আমাকে মাটিতে ছুড়ে ফেলেন (এবং) আমাদের দিকে আসা বুলেট থেকে আমাদেরকে রক্ষা করতে নিজেকে মানবঢাল হিসিবে ব্যাবহার করেন।’

অ্যাকিসন তার বাবাকে ‘একজন সেরা বাবা’ হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে কম্পারেটরের এক বোন রোববার ফেসবুকে বলেছেন, ‘আমার ভাইয়ের জীবন ফিরিয়ে দিন। যে বন্দুকধারী একজন মানুষের জীবন কেড়ে নিয়েছে তার প্রতি ঘৃণা প্রকাশ করছি, কারণ আমরা আমাদের ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসতাম।’ 

পিটসবার্গ পোস্ট-গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, কম্পারেটর পূর্বে বাফেলো শহরতলীর ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পেনসিলভানিয়ার গভর্নর কম্পারেটরকে একজন বীর হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, কম্পারেটরের সম্মানে তিনি রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *