ট্রাম্প ও তার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি: বাইডেন

Share Now..

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ‘চরমপন্থি’ সমর্থকদের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এক ভাষণে সাবেক এই প্রেসিডেন্ট ও তার সমর্থকদের তিনি আমেরিকার ‘গণতন্ত্রের জন্য হুমকি’ বলে আখ্যায়িত করেন।

একইসঙ্গে সামনে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের প্রত্যাখান করতেও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ায় এক ভাষণে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ মতাদর্শকে লালন করা রিপাবলিকানদের ব্যাপক সমালোচনা করেন প্রেসিডেন্ট বাইডেন। এই ধরনের মতাদর্শের বিরুদ্ধে সমর্থকদের লড়াই করার আহ্বানও জানান তিনি।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প এবং এমএজিএ (মেক আমেরিকা গ্রেট এগেইন) রিপাবলিকানরা এমন একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করে যা আমাদের রাষ্ট্রের ভিত্তিকে হুমকির মুখে ফেলে দিয়েছে।’

গত বছরের জানুয়ারিতে কট্টর ট্রাম্প সমর্থকদের মার্কিন ক্যাপিটলে হামলার কথা স্পষ্ট উল্লেখ করে ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন, ‘আমেরিকাতে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। কোনো সময়েই ছিল না। কখনোই হবে না। এমএজিএ বাহিনী এই দেশটিকে পেছনে নিয়ে যাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সাম্য এবং গণতন্ত্র এখন আক্রমণের মুখে। তবে এই হুমকিগুলো মোকাবিলা করার ক্ষমতা আমাদের নিজের হাতেই রয়েছে।’

ভাষণে বাইডেন আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে, আমরা নিজেদেরকে আশ্বস্ত করেছি যে আমেরিকান গণতন্ত্র স্থায়ী ভিত্তির ওপরে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন আর তা নয়। আমাদের এটিকে রক্ষা করতে হবে। এটিকে রক্ষা করুন। এর জন্য ঐক্যবদ্ধ হন।’

বাইডেনের ভাষায়, ‘আমি আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানাচ্ছি। আমাদের গণতন্ত্রকে রক্ষা করার একক উদ্দেশ্যের পেছনে সবাকে ঐক্যবদ্ধ হতে বলছি — দল, মত, আপনার আদর্শ নির্বিশেষে আপনারা একত্রিত হন।’

বৃহস্পতিবারের ভাষণে আমেরিকার জনগণের অধিকার এবং নির্বাচনের স্বাধীনতা কি ভাবে এখনও ‘আক্রমণের শিকার’ সে প্রসঙ্গটিও তুলে ধরেন বাইডেন। তিনি পরিস্কার ভাবে জানান, আমেরিকার জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের স্বাধীনতা সুরক্ষিত রাখতে চায়।

তিনি বলেন, এটা মনে করার কারণ নেই যে- এই আমেরিকায় গণতন্ত্র হুমকির সম্মুখীন নয়। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে বিশৃঙ্খলা ও সহিংসতার কথা স্মরণ করিয়ে তিনি বলেন, গণতন্ত্র এবং সকল মানুষের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন না করলে আমেরিকা যে আদর্শ রক্ষা করে আসছে তা বিনষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *