‘ট্রিপল আর’ ছবির ক্রুরা দ্বিগুণ পারিশ্রমিক পাচ্ছেন

Share Now..

হঠাৎ করেই নিজের পারিশ্রমিকের চেয়েও দ্বিগুণ টাকা পাঠাচ্ছেন ছবির ক্রুরা। ছবি সাফল্যের পর লাভের একটি শেয়ার সকল কলাকুশলীকে উপহার দিচ্ছেন প্রযোজক রাজমৌলি। মুক্তির ১২তম দিন পার করেছে এস এস রাজামৌলি পরিচালিত দর্শক কাঙ্ক্ষিত ছবি ‘ট্রিপল আর’। সেইসঙ্গে বিশ্বব্যাপী বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে ছবিটি। মুক্তির মাত্র ১২ দিনে সিনেমাটির বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ৯৩৫ কোটি রুপি।

বলিউড মুভি রিভিউজ বলছে, তেলেগু বক্স অফিসে ১২তম দিনে সিনেমাটির সংগ্রহ ৫ কোটি রুপি। আর মোট সংগ্রহ ৩৫৩ কোটি রুপির বেশি (গ্রস) এবং নেট ২৪০ কোটি রুপি।

তামিল ভার্সন ১২ দিনে সংগ্রহ করেছে ৬৫ কোটি রুপি (গ্রস) এবং কন্নড় ভার্সন ১২ দিনে সংগ্রহ করেছে ৭৫ কোটি রুপি (গ্রস)।

বিশ্ব বক্স অফিসে এক হাজার কোটির ক্লাবে প্রবেশের পথে ‘আরআরআর’। এর জন্য দরকার মাত্র ৬৫ কোটি রুপি। এছাড়াও সিনেমার হিন্দি ভার্সন ২০০ কোটির ক্লাবে প্রবেশের পথে। এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রামচরণ ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে আরও দেখা গেছে অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকা।
এদিকে মুক্তির আগেই ‘আরআরআর’ ৮০০ কোটি রুপি আয় করেছে বলে খবর। এর মধ্যে সিনেমার স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে। এছাড়াও উত্তর ভারতীয় স্বত্ব থেকে এটি পেয়েছে ১৩৫ কোটি রুপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *