ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্য আটক 

Share Now..

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে ট্রেনের টিকিটসহ দুজন কালোবাজারিকে আটক করা হয়েছে। আটকরা হলেন—চক্রের সদস্য নুরুজ্জামান (৩১) ও জাহাঙ্গীর আলম (৩৮)। 

শনিবার (১৫ জুন) রাতে কালীগঞ্জ উপজেলার চাপারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে তিনটি মোবাইল ফোনসহ ২০টি ট্রেনের টিকিট পাওয়া যায়।

র‍্যাব জানায়, তারা টিকেট কালোবাজারি চক্রের সঙ্গে জড়িত। তাদের ব্যবহৃত কম্পিউটার এবং মোবাইলে টিকিট কালোবাজারির সবধরনের তথ্য ও অনলাইন টিকিট পাওয়া যায়।

র‍্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *