ট্রেনের সামনে ঝাঁপ দিয়েও বেঁচে গেলেন তরুণী
Share Now..
আত্মহত্যার জন্য চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন। তাতেও সৌভাগ্যবশত বেঁচে গেছেন তরুণী। এমনকি তিনি কোনো আঘাতই পাননি। এক টুইটে সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে ডেইলি সাবাহ।
ঘটনাটি ঘটেছে তুরস্কের প্রাচীন শহর ইস্তানবুলে।
রকাশিত ভিডিওতে দেখা যায়, এক তরুণী জামার হাতা তুলে ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। স্টেশনে ট্রেন আসামাত্র তিনি ঝাঁপ দেন। ঘটনার আকস্মিকতায় প্রত্যক্ষদর্শীরা হতবাক হয়ে যান। তবে এর কিছুক্ষণ পরই ওই তরুণী অক্ষত অবস্থায় ট্রেনের পেছন থেকে বের হন।
ওই ঘটনার পর তরুণীকে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা জানান, তিনি কোনো বড় আঘাত পাননি। ওই তরুণী মানসিক সমস্যায় ভুগছিলেন।