ঠাকুরগাঁওয়ে নেশাগ্রস্ত বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ১
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নেশাগ্রস্ত বন্ধুর হাতে রাসেল নামের এক যুবক খুন হয়েছে। রাসেল সদর উপজেলার কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে।
শনিবার (১৪ আগস্ট) সকালে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শালবনের পাশে একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাতে ঘাতক সাহেদ হাসান পুলিশকে ফোন করে দায় স্বীকার করে আত্মসমর্পণ করে। আটক সাহেদের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার পর থুমনিয়া শাল বাগানে তারা দুজন নেশা করতে আসে। নেশা করা অবস্থায় তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাহেদ তার বন্ধু রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ রাতেই সাহেদকে সঙ্গে নিয়ে লাশের সন্ধানে শালবনে যায়। অনেক খোঁজাখুঁজির পরও লাশ না পেয়ে ফিরে আসে পুলিশ।
শনিবার সকালে এক কৃষক শালবনের পাশে ধান ক্ষেতে রাসেলের লাশের সন্ধান পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক সাহেদকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।