ঠিকাদারকে হত্যার প্রতিশোধে সিরিয়ায় মার্কিন হামলা, নিহত ১১
সিরিয়ার উত্তরাঞ্চলে জোট বাহিনীর একটি ঘাঁটিতে কাছে মার্কিন সেনাদের ওপর প্রাণঘাতী ড্রোন হামলার পর পাল্টা আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানায় মার্কিন নেতৃত্বাধীন জোটের ঘাঁটিতে ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে বিমান হামলা চালানো হয়েছে। এই হামলায় ১১ জন ইরানি যোদ্ধা নিহত হয়েছে। খবর আল-জাজিরা। পেন্টাগন বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, সিরিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর প্রায় ১টা ৩৮ মিনিটে সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা শহরের কাছে জোট বাহিনীর একটি ঘাঁটিতে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো হয়। এতে একজন মার্কিন সামরিক ঠিকাদার নিহত ও অপর একজন আহত এবং আরও পাঁচ মার্কিন সেনা আহত হয়। এরপরই বৃহস্পতিবার রাতে সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থানে একাধিক বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যাতে ১১ জন ইরানি যোদ্ধা নিহত হয়।
মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, পূর্ব সিরিয়ায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্প এর সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
অস্টিন জানান, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে প্রতিশোধমূলক হামলার অনুমোদন দিয়েছেন।
তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) অনুসারে, পূর্বাঞ্চলীয় শহর দেইর আজ জোরে আমেরিকান হামলায় ছয় ইরান-সমর্থিত যোদ্ধা নিহত হয়েছে বলে জানান।
এসওএইচআর আরও জানান, মায়াদিন শহরের কাছে একটি পোস্টে মার্কিন হামলায় আরও দুইজন যোদ্ধা নিহত হয়েছে এবং আরেকটি হামলায় ইরাকের সীমান্তে বোকামাল শহরের কাছে একটি সামরিক পোস্টে তিনজন নিহত হয়েছে। যদিও প্রতিবেদনগুলো্র সত্যতা নিশ্চিত করা যায়নি।