ডলারের মূল্য ঠিক না হলে নিত্যপণ্যের দাম কমবে না: বাণিজ্যমন্ত্রী

Share Now..


বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, ডলারের ভ্যালু (মূল্য) যতদিন পর্যন্ত ঠিক হবে না, ততদিন পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে না। পণ্যের মূল্য ঊর্ধ্বগতির প্রভাব থাকবেই।বুধবার (১৪ ডিসেম্বর) রংপুর নগরীর ঈদগাহ মাঠে টিসিবির পণ্যর বিক্রি কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, শীতে এবার বিভিন্ন ধরনের শাক-সবজি, এমনকি পেঁয়াজের দাম অনেক কমেছে। তবে যেসব পণ্য আমদানি করতে হয়, বিশেষ করে ডাল, তেল, চিনি এসব পণ্যগুলো গ্লোবাল মার্কেটে যে মূল্য বর্তমানে চলছে, এর দাম কমার সম্ভাবনার কথা বলা মুশকিল।

টিপু মুন্সি বলেন, বিশ্ববাজারে এসব পণ্যের দাম কখনো কমছে, আবার কখনো বেড়ে যাচ্ছে। আরো সময় লাগবে, তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে এসব পণ্যের মূল্য কমতে পারে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত টিইসবির মাধ্যমে আমাদের বিভিন্ন পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আগামী ২৭ ডিসেম্বর এই নির্বাচন সুষ্ঠু হোক, নিরপেক্ষ হোক, এটাই নগরবাসীর আশা, আমিও তাই মনে করি। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিক, রংপুরের উন্নয়ন হোক, এটাই আমার আশা।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা যতই কথা বলুক না কেনো শেষ কথা কথা হচ্ছে, রাজপথে কেউ কাউকে তুলে দেবে, সেটা সম্ভব না। বিএনপি যদি গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে তাদের নির্বাচনে অংশ নিতে হবে। তাহলেই দেশ শান্তিতে থাকবে, অরাজকতা করে লাভ হবে না।

One thought on “ডলারের মূল্য ঠিক না হলে নিত্যপণ্যের দাম কমবে না: বাণিজ্যমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *