ডাঃএবিএম সিদ্দিকুল ইসলামে শাহাদাৎ বাষিকীতে নানা কর্মসুচির সিদ্ধান্ত
Share Now..
হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ
২০ আগষ্ট ডাঃ সিদ্দিকুল ইসলামে ১ম সাহাদৎ বার্ষিকী। দিনটি পালনে তার পরিবার আলোচনা,দোয়া অনুষ্ঠান,মানবভোজ সহ নানা কর্মসুচির আয়োজন করেছে।
জীবদ্দশায় তিনি শামীমা ক্লিনিকের প্রতিষ্ঠাতা,
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতির দ্বায়ীত্ব সঠিকভাবে পালন সহ মানুষের সেবাই নিয়জিত ছিলেন।
দিনটি সামনে রেখে চিকিৎসা সেবায় নিয়জিত চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণীপেষার মানুষ
তুমার অবদান চিরদিন মানুষ মনে রাখবে বলে মন্তব্য করা সহ প্রয়াত চিকিৎসকের
রুহের মাগফিরাত কামোনা করছেন।