ডাকাতির প্রস্তুতিকালে সাবেক সেনা সদস্যসহ আটক ৪

Share Now..

\ যশোর জেলা প্রতিনিধি \

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে দুটি বিদেশি পিস্তল, অস্ত্র ও একটি মাইক্রোবাসসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটকৃতদের মধ্যে দুজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস কনফারেন্সে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী। এর আগে, রোববার (২৯ ডিসেম্বর) রাতে সদর উপজেলা নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- চৌগাছা সদরের বিশ্বাস পাড়ার ৫ নম্বর ওয়ার্ড এলাকার মগরেপ আলীর ছেলে গোলাম মোস্তফা, একই উপজেলার পুড়পাড়ার নিরিবিলি পাড়ার আবু খায়েরের ছেলে রকি বিশ্বাস, যশোর সদর উপজেলা নতুন খয়েরতলা গ্রামের মৃত মোজাহার মন্ডলের ছেলে মিজানুর রহমান ও একই উপজেলার চুড়ামনকাটি গ্রামের আমিরুল ইসলামের ছেলে ফিরোজ আহম্মেদ। এর মধ্যে গোলাম মোস্তফা ও মিজানুর অবসরপ্রাপ্ত সেনা সদস্য।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে কে বা কারা ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চারজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে খুন, ছিনতাই, অপহরণ ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *