‘ডাঙ্কি’র মুক্তিতে দেশে চলছে আয়োজন
আগামী ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘ডাঙ্কি’। অন্যান্য দেশের সঙ্গে এটি মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশেও। আর দেশে মুক্তি ঘিরে এরইমধ্যে মেতে উঠেছে বাংলাদেশি শাহরুখ ভক্তরা।
আয়োজন করছে বিশেষ ফ্যান শোয়ের। এক সপ্তাহ আগে থেকেই শুরু করে দিয়েছে প্রচার-প্রচারণা। সিনেমার ব্যানার, প্ল্যাকার্ড, পোস্টার ইত্যাদি নিয়ে ঢাকার কয়েক জায়গায় প্রমোশন শুরু করা হয়েছে, পাশাপাশি স্টিকার মারা হয়েছে উল্লেখযোগ্য স্থানগুলোতে।
সংবাদমাধ্যম অনুযায়ী, এ বিষয়ে এসআরকে ইউনিভার্স বাংলাদেশ-এর অ্যাডমিন ফাহিম আজিজ বলেন, ‘এবার রিলিজের এক সপ্তাহ আগে প্রমোশন শুরু করেছি। সবকিছু ঠিকঠাক থাকলে প্রত্যেকটি বিভাগীয় শহরে স্পেশাল ফ্যান শো আয়োজন করা হবে।
আমাদের মেইন ব্রাঞ্চ (এসআরকে ইউনিভার্স) থেকে ৬৫টিরও বেশি দেশে ফ্যান শো আয়োজন হচ্ছে। এরমধ্যে বাংলাদেশেই কমপক্ষে ৭টি শো হবে। আমরা আমাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
দুদিন আগেই সিনেমাটির প্রচার উপলক্ষে লায়নস সিনেমাসে বড় বড় ব্যানার টানিয়ে প্রচারণা শুরু করে এসআরকে ইউনিভার্স বাংলাদেশ টিমের একাংশ। এরপর সেসব ছবি সোশ্যালে শেয়ার করে।
‘ডাঙ্কি’র মাধ্যমে প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন শাহরুখ। এ সিনেমার প্রযোজনা করেছে শাহরুখ আর গৌরির রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সিনেমায় শাহরুখের নায়িকা তাপসী পান্নু। এ ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল।