ডাবল সেঞ্চুরিতে ১৪ ধাপ এগোলেন জয়সওয়াল

Share Now..

চলতি সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ডাবল সেঞ্চুরির  সুবাদে ব্যাটিং র‌্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন ভারতের যশস্বী জয়সওয়াল। রাজকোটে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৩৬ বলে অপরাজিত ২১৪ রান করেন ভারতের ওপেনার জয়সওয়াল। এই ইনিংসের সুবাদে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে ১৫তমস্থানে উঠে এসেছেন জয়সওয়াল। 

টেস্ট ইতিহাসের সপ্তম ও তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে টানা দুই ম্যাচে ডাবল সেঞ্চুরি রেকর্ড গড়েন জয়সওয়াল। ঐ ইনিংসে ১২টি ছক্কা মেরে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ওভার বাউন্ডারিতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের রেকর্ড স্পর্শ করেন জয়সওয়াল। বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টেও ডাবল সেঞ্চুরির করায় র‌্যাংকিংয়ে ৩৭ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠেছিলেন জয়সওয়াল। 

জয়সওয়ালের রেকর্ড গড়া ম্যাচে সেরা খেলোয়াড় হন ভারতের রবীন্দ্র জাদেজা। ১১২ রান করার পাশাপাশি ৭ উইকেট নেন তিনি। এতে ব্যাটিং তালিকায় ৪১তম থেকে ৩৪তম স্থানে এবং বোলারদের ক্ষেত্রে তিন ধাপ এগিয়ে ষষ্ঠস্থানে উঠছেন জাদেজা। ৫৩ রেটিং পয়েন্ট বাড়িয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান মজবুত করেছেন তিনি। বর্তমানে ৪৬৯ রেটিং আছে তার। যা অলরাউন্ডার তালিকায় জাদেজার ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট।

রাজকোটে ভারতের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট পূর্ণ করেন স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। মায়ের অসুস্থতায় রাজকোট টেস্টের তৃতীয় দিন দল ছেড়ে বাড়ি চলে গিয়েছিলেন তিনি। চতুর্থ দিন দলের সঙ্গে যোগ দিয়ে দ্বিতীয় ইনিংসেও ১ উইকেট নেন এই স্পিনার। এতে বোলিং তালিকায় দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে টপকে দ্বিতীয়স্থানে উঠেছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন। এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *