ডিপ্লোমা-ডাক্তার ও সেমি-ডাক্তার চান মমতা

Share Now..



সপাতাল আছে, ডাক্তার কম। ভবিষ্যতের কথাও ভাবতে হবে। তাই ডিপ্লোমা ও সেমি-ডাক্তার চান মুখ্যমন্ত্রী। ডিপ্লোমা-ডাক্তার হলো, তিন বছরের একটা কোর্স চালু হবে। তা পাস করলে মেডিক্যাল ডিপ্লোমা দেয়া হবে। তারা তখন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারি করবেন।
দৈনিক ইত্তেফাকের সর্
সেমি-ডাক্তারের বিষয়টি অভিনব। যে সব প্রশিক্ষিত নার্সের চাকরির ৫-১০ বছর বাকি আছে, তাদের সেমি-ডাক্তার করা হবে। তারা তখন চিকিৎসা করবেন। ডিপ্লোমা-ডাক্তারের ক্ষেত্রে মমতার যুক্তি, ইঞ্জিনিয়ারিংয়ে যদি ডিপ্লোমা কোর্স থাকতে পারে, তাহলে ডাক্তারিতে কেন থাকতে পারে না? যদিও দুইটি বিভাগ আলাদা, তার কাজের চরিত্র আলাদা, বিষয় আলাদা। কিন্তু মুখ্যমন্ত্রী মনে করছেন, ডিপ্লোমা ডাক্তারদের দিয়ে কাজ হবে। আর সেমি-ডাক্তারের বিষয়ে তার মত হলো, ডাক্তাররা তো কেবল প্রেসক্রিপশন লেখে, বাকি সবটাই তো নার্সরা করে।

তাই অভিজ্ঞ নার্সদে
র সেমি-ডাক্তার করা হবে। রাজ্যে নার্সদেরও অভাব রয়েছে। মমতার প্রস্তাব, এজন্য ১৫ দিনের প্রশিক্ষণ দিয়ে নার্স নিয়োগ করা যেতেই পারে। সিনিয়র নার্সরা প্রশিক্ষণ দেবেন। স্যালাইন ও ইনজেকশন দেওয়া খুব ভালো করে শিখে নিলেই হলো।

স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি যেন একটা কমিটি করেন। সেখানে সিনিয়র, জুনিয়র ডাক্তার ও নার্সদের রাখেন। তারা এই প্রস্তাব বিবেচনা করবেন। তবে সংগ্রামী যৌথ মঞ্চ ও সার্ভিস ডক্টরস ফোরাম বিবৃতি দিয়ে জানিয়েছে, ডিপ্লোমা-ডাক্তার নিয়োগের তারা তীব্র বিরোধী।

এটা অবৈজ্ঞানিক ও জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বিজেপি জানিয়েছে, মুখ্যমন্ত্রী যা বলছেন, তাতে গরিব মানুষের জীবন আরও বিপন্ন হবে। এমনিতেই সরকারি হাসপাতালে মানুষ চিকিৎসা পায় না। এই ব্যবস্থা চালু করলে আরও পাবে না।

2 thoughts on “ডিপ্লোমা-ডাক্তার ও সেমি-ডাক্তার চান মমতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *