ডিসেম্বরে জাতীয় নির্বাচনের টার্গেট: সিইসি

Share Now..

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের টার্গেট করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। চলতি বছরের জুনের আগে কোনো ভোটই সম্ভব নয় জানিয়ে সিইসি বলেন, ‘জুন মাসের মধ্যে স্থানীয় সরকারের ভোট করতে হলে ১৬ লাখ মৃত ভোটার, ৩৬ লাখ বাদ পড়া ভোটার নিয়ে নির্বাচন করতে হবে। ফলে নতুন ভোটার তালিকা ছাড়া কোনো ভোটই সম্ভব না।’
 
নির্বাচন কমিশন জোরেশোরে ভোটের প্রস্তুতি শুরু করেছে জানিয়ে ‍তিনি বলেন, ‘ডিসেম্বরে ভোট করতে হলে অক্টোবরে তফসিল দিতে হবে।’
 
সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কার করা দরকার কমিশন সেই উদ্যোগ নিচ্ছে জানিয়ে নাসির উদ্দিন বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করতে কমিশন ন্যূনতম সংস্কারের প্রস্তাব পাঠাবে সরকারের কাছে।’
 
সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জাতি ঐক্যমত্য দাবি করে সিইসি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারসাম্য আসবে বলে মনে করি। কমিশন নিজেদের গতিতে কাজ করে যাবে।’

One thought on “ডিসেম্বরে জাতীয় নির্বাচনের টার্গেট: সিইসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *