ডেঙ্গু নিয়ে নতুন ৩ রোগী হাসপাতালে ভর্তি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার (১৯ মে) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি নতুন রোগীগত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়নি।স্বাস্থ্য সেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, বর্তমানে রাজধানীর ১০৬ জনসহ মোট ১২৭ জন ডেঙ্গু রোগী সারাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছরে দেশে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৩৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, চিকিৎসা শেষে এক হাজার ২২৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য সেবা অধিদপ্তর।
দেশে ২০২২ সালে ২৮১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত বছর ৬২ হাজার ৪২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ৬১ হাজার ৯৭১ জন সুস্থ হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
Enter the Digital Arena: Rise Above, Conquer All! Lucky Cola
Step into the future of gaming – where innovation meets entertainment. Play smarter, play better! Lodibet
Test your strategy and outwit opponents in our online arenas Lucky cola
Test your wits in our online puzzle and strategy games! Lucky Cola